গ্যালাক্সি এস২২ আল্ট্রা’র ক্যামেরায় থাকবে এআই আধিপত্য

    0

    লোকসমাজ ডেস্ক॥ আইফোন ১৩’র পর স্মার্টফোন ভক্তদের নজর এখন স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ সিরিজের দিকে। সামনের ফেব্রুয়ারিতেই বাজারে অভিষেক হওয়ার কথা রয়েছে ওই সিরিজের স্মার্টফোনগুলোর। এমন পরিস্থিতিতে প্রযুক্তি বাজারে জোর গুজব, এস২২ আল্ট্রা ক্যামেরার সবখানেই থাকবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ আধিপত্য।
    প্রযুক্তি শিল্পে নির্ভরযোগ্য ‘তথ্য ফাঁসকারী’ হিসেবে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেক রেডার জানিয়েছে, গ্যালাক্সি এস২২ আল্ট্রা মডেলটির ছবি তোলার সক্ষমতা আরো উন্নত করার চেষ্টা করেছে স্যামসাং। ওই চেষ্টার ৩০ শতাংশ প্রভাব পড়েছে হার্ডওয়্যারের বেলায়, বাকি ৭০ শতাংশ উন্নয়ন কাজের প্রভাব পুরোটাই পড়েছে সফটওয়্যারে। তবে, এআই প্রযুক্তির প্রয়োগ নাকি আছে এর সবখানেই।
    স্যামস্যাং রাতের বেলা এবং কম আলোতে ছবি তোলার সক্ষমতা বাড়াতে নতুন এআই অ্যালগরিদম নির্মাণের জোর চেষ্টা চালাচ্ছে– কিছুদিন আগেই এই খবর জানিয়েছিল ওই একই সূত্র। সবগুলো দাবি সত্যি হলে, স্যামসাং স্মার্টফোনে ছবি তোলার বেলায় এআই প্রযুক্তির বাড়তি সমর্থনের সুবিধা ভোগীদের তালিকায় সম্ভবত প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রেতারাই থাকবেন।
    এস২২ আল্টা্র মূল সেন্সর ১০৮ মেগাপিক্সেলের হবে– বাজারে শোনা যাচ্ছে এমনটাও। আর ‘ফাঁসকারীদের’ সর্বশেষ তথ্য বলছে, স্মার্টফোনটির মূল সেন্সর ব্যবহার করে ছবি তুলতে গেলেই পর্দায় পপ আপ হিসেবে চলে আসবে “এআই ডিটেইল এনহ্যান্সমেন্ট” বাটন।
    ছবির খুঁটিনাটি, রঙ বা উজ্জ্বলতার মতো বিষয়গুলো আরও উন্নত করবে এআই অ্যালগরিদম। তবে, ছবির উপর এআই কাঁচি বা রঙতুলি চালানোর পর সেটা ব্যবহারকারীর পছন্দ হবে কী না, সেই প্রশ্ন থেকেই যায়।