যশোরে দরজা ভেঙে ঘরে ঢুকে মারধর ও লুট, ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় গত শনিবার মধ্যরাতে একটি বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। দরজা কুড়াল দিয়ে কুপিয়ে, ভেঙে ভেতরে ঢুকে তারা লুটপাট চালায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনায় জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। রেলগেট পশ্চিমপাড়ার মৃত শাহাজান বিশ্বাসের স্ত্রী বাসনা বেগম অভিযোগ করেন, চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে কুদরতের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র তার কাছে টাকা দাবি করে আসছিলো। তিনি টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে মারধর, খুন-জখমের হুমকি দেয়। বাড়িতে বোমা মারারও ভয় দেখায়। এরপর শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সন্ত্রাসী কুদরতের নেতৃত্বে সহযোগীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা তাকে ঘরের দরজা খুলতে বলে। কিন্তু তিনি খুলে না দেয়ায় সন্ত্রাসীরা চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের দরজা ও জানালা কোপায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা তাকে এবং তার মেয়ে পপি ও তিন বছর বয়সের পোতাছেলে রাফিকে মারধর করে। পরে ঘরের শোকসের ভেতর থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, দেড় ভরি সোনার অলঙ্কার ও ৪ ভরি রূপার অলঙ্কার লুট করে নিয়ে যায়। তিনি বলেন, সন্ত্রাসীরা লুটপাট করে চলে যাওয়ার পর থানায় অভিযোগ করতে যাওয়ার পথে চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আনারুল ইসলামের সাথে তাদের দেখা হয়। এ সময় অভিযোগ করলে ওই পুলিশ কর্মকর্তা তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তিনি আরও জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৮ জনকে আসামি করে রোববার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আসামিরা হলো,-চাঁচড়া ডালমিল তেঁতুলতলা এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে কুদরত, এক সময়ের মাদক স¤্রাট তারেকের ছেলে ইমন, রেলগেটের শহিদুল ইসলামের ছেলে হৃদয়, শহিদুল ইসলাম বাবুর ছেলে রকি, পান দোকানদার সালামের ছেলে দেলো, রেলবাবুর ছেলে সোহেল, আসিফ (১) ও আসিফ (২)। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আনারুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়েছেন। ঘরের ভেতর চাল ছড়ানো ছিটানো ছিলো। বিষয়টি তিনি পরে কোতয়ালি থানার ওসিকে জানিয়েছেন।