কালীগঞ্জে হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলার সরকারি হাসপাতালে হঠাৎ করেই বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। গত তিনদিনে ৫২ জন বয়স্ক ও শিশু রোগী কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছে। বেশিরভাগ রোগীই সর্দি-জ¦র, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে বেড না পেয়ে অনেকেই মেঝেতে নিজেদের বিছানা বিছিয়ে চিকিৎসা নিচ্ছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, দেশে এখন পরিপূর্ণ শীত জেকে বসেছে। এ সময়ে বয়স্ক ও শিশু উভয়ের ক্ষেত্রে শ্বাসযন্ত্রজনিত রোগের তীব্রতা সবচেয়ে বেশি হয়। কারণ এ দুই বয়সী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তিনি বলেন, শিশুদের শীতজনিত রোগ থেকে বাঁচাতে পর্যাপ্ত গরম কাপড়সহ হাত-পায়ে মোজা পরিয়ে রাখতে হবে। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। গোসলসহ সব ক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই বেশি। আর বাড়তি রোগীর চাপ সামলাতে কিছুটা হিমশিম খেলেও সামর্থ অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।