বেনাপোল বন্দরে ২ দিন আমদানি রফতানি বন্ধ

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা॥ বেনাপোল স্থল বন্দর দিয়ে গত ২ দিন ধরে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। গত শুক্রবার সরকারি ছুটি ও গতকাল শনিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ছুটি থাকায় এই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। এদিকে আমদানি রফতানি দু’দিন বন্ধ থাকায় ওপারে ৬ হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে রয়েছে বলে সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পেট্রাপোলের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র বলেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, আমদানি- রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ৪৫০ জন যাত্রী যাতায়াত করেছে। বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান এই দুই দিন আমদানি রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।