যশোরে ছুরিকাঘাতের ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জামিনে মুক্তি পাওয়ার পর নাসির উদ্দিন নামে এক আসামিকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা হয়েছে। ২ জনকে আসামি করে বৃহস্পতিবার আদালতে মামলা করেন ভুক্তভোগী নাসির উদ্দিন। তিনি শহরের ষষ্ঠীতলা পাড়ার বসন্তকুমার রোডের রেজাউল কমির গাইনের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে সেটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, শহরের ষষ্ঠীতলা পাড়ার নীল রতন ধর রোডের ঈমান আলীর ছেলে আসাদুজ্জামান মিন্টু ও তার ভগ্নিপতি সাজ্জাদ। মামলার বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান মিন্টু গত ১১ ডিসেম্বর কোতয়ালি থানায় মারামারি সংক্রান্ত ঘটনায় একটি মামলা করেন। এ মামলায় নাসির উদ্দিনকে আসামি করা হয়। একইদিন পুলিশ নাসির উদ্দিনকে আটকের পর আদালতে সোপর্দ করে। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিকেল ৫ টার দিকে নাসির উদ্দিন হাজতখানা থেকে মুক্তি পেয়ে ঈদগাহের পাশ দিয়ে যাওয়ার সময় উল্লিখিত আসামিরা তার ওপর চড়াও হয় এবং তাকে ছুরিকাঘাত করে।