চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ; সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

0

রিফাতরহমান,প্রতিনিধি,চুয়াডাঙ্গা(২০.১২.২০২১):চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। কুল কুল করে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
শৈত প্রবাহের কারনে চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত জেলার সর্বত্র দোকানপাট বন্ধ ছিলো। হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে সব বয়সের মানুষ।
চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা হ্রাস পেয়েছে ৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে ৬টায় তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকেই তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে গোটা জেলায়।
শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে চুয়াডাঙ্গা প্রথম শ্রেনী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল হক জানান। তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।