ফেরদৌস-ভাবনার ‘দামপাড়া’

0

লোকসমাজ ডেস্ক॥ ১৯৭১ সালে চট্টগ্রামের দামপাড়ায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এসপি শামসুল হকসহ পুলিশ কর্মকর্তাদের বীরত্ব ও আত্মত্যাগের কথা অনেকেরই জানা। এবার সেই বীরত্ব ও আত্মত্যাগের গল্প উঠে আসবে রুপালি পর্দায়।
‘দামপাড়া’ নামের সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নাট্যকার ও গবেষক আনন জামান। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।
‘দামপাড়া’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ-আশনা হাবিব ভাবনা। তাদের স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। সিনেমাটিতে আরো দেখা যাবে ঝুনা চৌধুরী, অনন্ত হীরা, মাজনুন মিজান ও মুনতাহাকে।
সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বলেন, ‘‘দামপাড়া’ সিনেমায় এক সপ্তাহে আগে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে।’’
আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান এর নির্মাতা।