ফেসবুকের ইমেইল পরিবর্তন করবেন যেভাবে

    0

    লোকসমাজ ডেস্ক॥ বর্তমানে আট থেকে আশি এমন কেউ নেই যে ফেসবুক ব্যবহার করেন না। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি বিশ্বের সব দেশেই ব্যবহৃত হয়। অন্যদের সঙ্গে শুধু যোগাযোগের জন্যই নয় ফেসবুক নানা কারণে জনপ্রিয়। বিশ্বে প্রায় ২.৯ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগ মানুষই ফোন নম্বর কিংবা অন্যদের ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছেন। সেভাবেই চলছে বছরের পর বছর ধরে। এই মেইল এড্রেস পরিবর্তন করার প্রয়োজন মনে করেন না। এজন্য আইডি কখনো হ্যাক হলে তা ফিরে পাওয়ার আশা একেবারেই নেই। তবে খুব সহজেই ফেসবুকের অন্য সব অংশের মত ইমেইল এড্রেস সুবিধামত পরিবর্তনের সুযোগ রয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে অ্যাকাউন্টে সেট করা ইমেইল এড্রেস এর প্রয়োজন হয়। এছাড়াও প্রাইভেসি সেটিংসে চালু করা থাকলে ইমেইল এড্রেস ব্যবহার করে একাউন্ট সার্চ করাও যায়। চলুন জেনে নেওয়া যাক ফেসবুক ইমেইল পরিবর্তন করার উপায়-
    কম্পিউটার থেকে ফেসবুক ইমেইল পরিবর্তন করবেন যেভাবে-
    > প্রথমে কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করুন এবং বর্তমান ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড প্রদান করে ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।
    > লগইন করার পর ডানদিকের উপরের কর্নারে থাকা ডাউনওয়ার্ড অ্যারোতে ক্লিক করুন।
    > এরপর Settings & Privacy সিলেক্ট করুন, এরপর Settings এ ক্লিক করুন।
    > Contact এর পাশে আপনার ইমেইল এড্রেস দেখতে পাবেন, এর পাশে থাকা Edit এ ক্লিক করুন।
    > + Add another email or mobile number এ ক্লিক করুন।
    > এরপর নতুন ইমেইল প্রদান করুন ও Add বাটনে ক্লিক করুন।
    > এরপর নতুন এড করা ইমেইলে যাওয়া কনফার্মেশন ইমেইল এর মাধ্যমে উক্ত ইমেইল একাউন্টে যুক্ত করুন।
    > আগের ইমেইলটিকে বাদ দিতে নতুন ইমেইল এড্রেসটিকে আপনার প্রাইমারি ইমেইলে পরিবর্তন করতে হবে।
    > এরপর নতুন যুক্ত করা ইমেইল এর পাশে Make Primary লেখায় ক্লিক করুন।
    > এরপর আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড প্রদান করে Save এ ক্লিক করুন।
    > এরপর আগের ইমেইলের পাশে থাকা Remove এ ক্লিক করুন।
    > এরপর উক্ত ইমেইল রিমুভ করতে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে Save এ ক্লিক করুন।
    মোবাইলে ফেসবুক ইমেইল পরিবর্তন করবেন যেভাবে-
    > আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
    > থ্রি-লাইন আইকনে ক্লিক করে মেন্যুতে প্রবেশ করুন।
    > নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy তে ট্যাপ করুন ও Settings এ ট্যাপ করুন।
    > Personal and Account Information এ ট্যাপ করুন।
    > Contact Info তে ট্যাপ করুন।
    > Add Email Address এ ট্যাপ করুন।
    > নতুন ইমেইল এড্রেস প্রদান করুন, আপনার ফেসবুক পাসওয়ার্ড প্রদান করুন ও Add email এ ট্যাপ করুন।
    > এরপর ইমেইলের মাধ্যমে আসা কোড প্রদান করে নতুন ইমেইল যুক্ত করার ব্যাপারটি কনফার্ম করুন।
    > মোবাইলে ফেসবুক ইমেইল অ্যাড করার নিয়ম।
    > এরপর আবার Contact Info তে ট্যাপ করুন ও নতুন ইমেইলটি সিলেক্ট করুন ও Make Primary তে ট্যাপ করুন।
    > এরপর Contact Info তে আবার প্রবেশ করে পুরাতন ইমেইল সিলেক্ট করে Remove সিলেক্ট করুন।
    > পাসওয়ার্ড প্রদান করুন ও Remove Email এ ট্যাপ করুন।