নড়াইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে শীতের শুরুতেই ছিন্নমূল, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন উজালা ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন-নড়াইল বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক ইউনুছ শেখ, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জোবায়দা নাছরীনসহ অনেকে। এ সময় উজালা ফাউন্ডেশনের চেয়ারম্যান উজির আলী বলেন, শীতের শুরুতেই নড়াইলের আলাদাতপুর, দুর্গাপুর, জুড়ালিয়া, বিঞ্চুপুরসহ বিভিন্ন এলাকার অসহায়, ছিন্নমূল, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।