এমপিওভুক্তকরণসহ নানা দাবিতে যশোরের প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির স্মারকলিপি পেশ

0

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের একসঙ্গে স্বীকৃতি প্রদান শিক্ষকদের এমপিওভুক্তিকরণসহ বিভিন্ন দাবিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার শহরের চারখাম্বা মোড় এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতারা। স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়, বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ থেকে শিক্ষকদের বেতন ভাতা প্রদান সকল বিদ্যালয়ের এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র- ছাত্রীদের শতকরা উপবৃত্তি প্রদান, শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ। তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার ও চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ নিশ্চিত করা, শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবন-যাপনের নিশ্চয়তা প্রদান করা। এছাড়াও তাদের দাবি, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিদের মান উন্নয়নমূলক ট্রেনিংসহ সুযোগ- সুবিধা নিশ্চিতকরণ বিদ্যালয়সমূহ আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ করা, আধুনিক থেরাপী সরঞ্জাম সরবরাহসহ থেরাপী সেন্টার চালুকরণ ও বিদ্যালয় সমূহে নিয়মিত মনিটরিং করা। অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি যশোর জেলা শাখার আহ্বায়ক মহাসিন আলী উপদেষ্টা আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক সাবিনা খাতুন, তুহিন উদ্দিন, বাশারত আলী, রুবেল আহমেদ প্রমুখ।