বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ৩

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাটে সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সিংড়াই গ্রামে সাগর হাওলাদারের বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তার উপর হামলা করে। সাগরকে ঠেকাতে আসলে তার মামা জাকির হোসেন (৫০) এবং মামাতো ভাই আনিস হাওলাদার (৪২) আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আহতদের মধ্যে সাগর হাওলাদার বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাগর হাওলাদার বলেন, সিংড়াই গ্রামে উত্তরাধিকার সূত্রে পাওয়া আমার মায়ের ১১ শতক জমিতে ঘর তৈরি করে বসবাস করে আসছি। বিভিন্ন সময়, প্রতিবেশী জালাল হাওলাদার আমার জমির কিছু অংশ জবর দখলের চেষ্টা করে। এর প্রতিবাদ করায়, জালাল হাওলাদার প্রায়ই আমাকে হুমকী-ধামকী ও ভয়ভীতি দিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার বিকালে আমি আমার জমিতে গড়া দিচ্ছিলাম। এসময় জালাল ও তার ছেলে সাকিব হাওলাদার আমাকে মারধর শুরু করে। এসময় আমার মামা জাকির হোসেন এবং মামাতো ভাই আনিস হাওলাদার আমাকে ঠেকাতে আসেন। তাদেরকে পিটিয়ে আহত করেন জালাল ও তার ছেলে। মামা ও মামাতো ভাই বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। অভিযোগ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।