ফুলতলা থেকে ভূগর্ভস্থ পানি খুলনায় টেনে নেওয়ার প্রতিবাদে স্মারকলিপি

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা থেকে ভূগর্ভস্থ পানি পাইপলাইনে খুলনায় টেনে নেওয়ার প্রতিবাদ করেছে উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটি। বৃহস্পতিবার দুপুরে কমিটির সদস্যরা বিক্ষোভ মিছিল সহকারে ইউএনও সাদিয়া আফরিন এবং ওজোপাডিকো’র আবাসিক প্রকৌশলী উৎপল চন্দ্র দে এর কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ফুলতলার চৌদ্দমাইল থেকে পথের বাজার এলাকা পর্যন্ত ২০টি বুস্টার পাম্পের মাধ্যমে দৈনিক ১ কোটি গ্যালন ভূগর্ভস্থ সুপেয় পানি খুলনা মহানগরীতে নিয়ে গেলে ফুলতলা এলাকায় মরুকরণের সৃষ্টি হবে। ফলে এ এলাকায় কৃষি, মৎস্য, নার্সারিতে বিরুপ প্রভাব পড়বে । ইতোমধ্যে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওযায় অনেক নলকূপ অকেজো হয়ে পড়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। বুস্টার পাম্প চালুর জন্য ২৫ জানুয়ারি পথের বাজার, দামোদর হাইস্কুল ও মসজিদ এলাকায় ১৫ কিলোওয়াট বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে।
স্মারকলিপি দেওয়ার আগে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক কমরেড আনছার আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহীন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, আওয়ামী লীগ নেতা আসলাম খান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ।