কলারোয়ায় আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সঙ্গে সংলাপ

0

কলারোয়া(সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কলারোয়ায় মানব পাচার থেকে উদ্ধার প্রাপ্ত নারী ও পুরুষদের জন্যে করণীয় নির্ধারণে আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সঙ্গে সংলাপ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এনজিও আশ্বাসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট আ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উপজেলা মানব পাচার কমিটির সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহারের সভাপতিত্বে এ কর্মশালা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহিন, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোমেনা খাতুন, বিজিবি কর্মকর্তা জালাল হোসেন প্রমুখ।