৫ দফা দাবিতে যশোর পৌর শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ নগর ও গৃহস্থালি বর্জ্য সংগ্রহে এনজিও’দের সাথে সম্পাদিত চুক্তি বাতিল, সরকার ঘোষিত প্রবিধান অনুযায়ী মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়ন শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে পৌরসভা শ্রমিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন করে। মানববন্ধনে সংগঠনের সভাপতি মতিলাল হরিজন, সাধারণ সম্পাদক কোমল বিশ্বাস, সহসভাপতি মন্টু বিশ্বাস ও আনন্দ বিশ্বাস বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমানে অহরিজনদের নিয়ে যশোর পৌরসভায় পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করানো হচ্ছে। এনজিওদের সাথে চুক্তি করে এসব কাজে নেয়া হচ্ছে অহরিজনদের। এতে যারা প্রকৃত হরিজন, তাদের কাজে অসুবিধা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলেও পৌর কর্তৃপক্ষ মানছেন না। বক্তারা অহরিজন নিয়োগ বাতিল, দৈনিক মজুরি বৃদ্ধিসহ হরিজনদের চাকরি স্থায়ীকরণের জন্য যশোর পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এর আগে তারা শহরের প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল করে।