চৌগাছায় ইউপি নির্বাচনে অনিয়ম তুলে পরাজিত ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক পরাজিত মেম্বর প্রার্থী। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব চৌগাছায় তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পরাজিত মেম্বর প্রার্থী তৌফিকুজ্জামান মিঠু লিখিত অভিযোগে বলেন, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে (সিলিং ফ্যান) প্রতীকে আমি নির্বাচনে অংশ গ্রহন করি। আমার নির্বাচনী কেন্দ্র উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন রফিকুল ইসলাম। কেন্দ্রে আমার পোলিং এজেন্ট হিসেবে দ্বায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম, পিতাঃ মনিরুদ্দিন গাজী, আফগান হোসেন, পিতাঃ লোকমান হোসেন। ভোট গ্রহন শেষে শুরু হয় গননা, প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম নিজের ইচ্ছে মতো ফলাফল ঘোষণা দেন। আমার দ্বায়িত্বরত এজেন্ট রফিকুল ইসলাম ভোট গণনায় সন্দেহ করেন। এ সময় প্রিজাইডিং অফিসার কেন্দ্রে দ্বায়িত্বরত পুলিশ অফিসার ও তালা প্রতীকের এজেন্টদের দিয়ে আমার এজেন্টদেরকে হুমকি দিয়ে জামার কলার চেপে ধরে কক্ষ থেকে বের করে বাইরে বসিয়ে রাখেন। এ ঘটনায় অন্যান্য প্রার্থীর এজেন্টেরা প্রতিবাদ করলে প্রিজাইডিং অফিসার প্রতিদ্বন্দি প্রার্থী মফিজুর রহমানের নেতৃত্বে আমার কর্মী ও সমর্থকদের শারীরিকভাবে লাঞ্চিত করেন। আমি দ্বায়িত্বরত রিটার্নিং অফিসার মেহেদী হাসানকে অবহিত করলে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। সংবাদ সম্মেলনে এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবী জানান। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষনা করার পর আমাদের কাছে অভিযোগ দিলে হবে না । অভিযোগ করতে হবে ট্রাইব্যুনালে। এজন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের দিন কেউ পাশ করে আনন্দে ছিলো আবার কেউ ফেল করে দুঃখে ছিলো এজন্য রেজাল্ট শীটে স্বাক্ষর করানো হয় নি। স্বাক্ষর ছাড়া তিনি কিভাবে রেজাল্ট ঘোষনা করলেন এমন প্রশ্নের কোন সদুত্তোর তিনি দিতে পারেন নি। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতা আয়ুব হোসেন, পোলিং এজেন্ট রফিকুল ইসলাম, আফগান হোসেন, যুবলীগ নেতা ফারুক আহমেদসহ অন্যান্য প্রার্থীর পোলিং এজেন্ট, আক্তার হোসেন, শরিফুল ইসলাম, জনি হোসেন, রিপন হোসেন, শিবলু রহমান, মশিয়ূর রহমান, লিটন হোসেন প্রমুখ।