খুলনায় উপকূলীয় শিশুদের জলবায়ু সম্মেলনে ১০ দফা দাবিনামা পেশ

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে পৃথিবী রক্ষায় বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি রবিবার নগরীর রূপসাস্থ কারিতাস মিলনায়তনে উপকূলীয় শিশুদের জলবায়ু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জেজেএস এর চেয়ারপার্সন জাকিয়া আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক এমডি এমদাদুল হক, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের কান্ট্রি ডিরেক্টর ফিওনা ম্যাকলিসেট। সম্মেলনে শিশুদের জন্য ১০ দফা দাবিনামা পেশ করেন শিশু প্রতিনিধি বৈশাখী সরকার ও সাজ্জাদ হোসেন। সম্মেলনে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, ডিজাস্টার ফোরাম ফাউন্ডেশনের সদস্য সচিব গওহর নাইম ওয়ারা, ম্যাক্স ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ বাবুল, কুয়েটের প্রফেসর ড. তরিকুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. আতিকুল ইসলাম, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের দক্ষিণ কোরিয়ার কান্ট্রি ডিরেক্টর সরজ দাস, খুবি’র প্রফেসর ড. নাজমুস সাদাত, কুয়েট’র প্রফেসর ড. মোস্তফা সারোয়ার, খুবি’র পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রসেফর ড. দিলিপ কুমার দত্ত, কেএনএইচ’র কান্ট্রি ডিরেক্টর শুভময় হক, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড-এর প্রকল্প সমন্বয়কারী এমরানুল হক, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, শিশু প্রতনিধি সুইটি, লামিয়া আক্তার, রকিবুল ইসলাম নয়ন।