কালীগঞ্জে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান। কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহা. আব্দুল ছালেক, কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার ও থানা পুলিশের ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও পুরুষ সদস্য প্রার্থীরা বক্তব্য রাখেন। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা, ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো, প্রকাশ্যে সিল মারা বন্ধ এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান। উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ও কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।