যশোর উপশহরে রফিউদ্দিন জিন্নাহর নামে সড়ক উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হাজী রফিউদ্দিন আহ্মেদ জিন্নাহ’র নামে যশোর উপশহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে উপশহর এ-ব্লকের একটি সড়কের উদ্বোধন করা হয় এই গুণীজনের নামে। সড়কটির নাম দেয়া হয়েছে রফিউদ্দিন জিন্নার সড়ক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জহুরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর হাউজিং এস্টেটের উপ-বিভাগীয় প্রকৌশলী রিদুয়ার হোসেন। উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান হাসান জহির, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাসেদুজ্জামান সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে হাজী রফিউদ্দিন আহ্মেদ জিন্নাহ’র জীবনী পাঠ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামান চৌধুরী। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে সড়কটির ফলক উন্মোচন করেন। এ সময় প্রয়াত গুণীজনের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়।