যশোরে সেমিনারে ধর্ম প্রতিমন্ত্রী : রাজনৈতিক উদ্দেশ্যে কুরআনের অপব্যাখ্যা দিলে আইনের আওতায় আনা হবে

0

স্টাফ রিপোর্টার॥ ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান (এমপি) বলেছেন, পবিত্র কুরআনে যা আছে, তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যদি কুরআনের অপব্যাখ্যা দেন, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। ফেসবুকে ইউটিউবে যাতে কেউ অপপ্রচার ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
গতকাল সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ইসলামিক ফাউন্ডেশন যশোর-এ সেমিনারের আয়োজন করে। ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অনেক এগিয়ে গেছে। তাই, রাজনৈতিক উদ্দেশ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা কিংবা ধর্ম অবমাননাকর কাজ করতে পারে, তারা কোন ধর্মের লোক হতে পারে না। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের হামলা একটি মেসেজ মাত্র। প্রধান অতিথি বলেন, এ ধরনের অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ না ঘটাতে পারে সেজন্য উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য এ প্রকল্প নিয়ে যাওয়া হবে। তাতে প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে। অনুমতি পেলেই কাজ শুরু হবে। প্রয়োজনে কমিটি করা হবে। কমিটির মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য বলেন, অক্লান্ত পরিশ্রম করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে দেশকে একটি জায়গায় দাঁড় করিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণœ করার জন্যে রাজনৈতিক উদ্দেশ্যে কুমিল্লা চট্টগ্রামে হামলার ঘটনা ঘটানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, লক্ষ্য আমাদের একই, ধর্মীয় নীতি মানতে এক সাথে কাজ করা। আমাদের সকলকে পরস্পরের প্রতি উদার হতে হবে। এ জন্য রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করাতে হবে। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ। সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির বক্তব্য রাখেন। যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান সেমিনারে সভাপতিত্ব করেন। আলোচনা অংশ নেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. আনোয়ারুল করিম, রামকৃষ্ণ মিশনও আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ মহারাজ, আমিনিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অখিল কুন্ডু, শিক্ষাবিদ তারাপদ দাস, সাংবাদিক মনিরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ষষ্ঠীদত্ত, বিষ্ণু সাহা প্রমুখ। সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন।