যশোরে ফেনসিডিলের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় কবির হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেনে আদালত। একই সাথে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মোস্তফা কামাল এই রায় প্রদান করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল কুমার রায়। দণ্ডপ্রাপ্ত আসামি কবির হোসেন শার্শা উপজেলার গয়রা গ্রামের আজগর আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৪ জানুয়ারি দুপুর ২টার দিকে কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস থামিয়ে তল্লাশি চালান। এ সময় সন্দেহ হওয়ায় কবির হোসেন নামে একজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করেন। পরে তাকে আটক এবং তার দেহে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় ১৪ হাত লম্বা পলিথিনের পাইপের ভেতর রাখা ৪ লিটার তরল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেন এসআই কামরুজ্জামান। তদন্ত শেষে ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই ফারুক হোসেন। মঙ্গলবার এই মামলার রায়ে আসামি কবির হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত দণ্ড প্রদান করেন।