কালীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকার বিদ্রোহী প্রার্থী!

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে নির্ববাচন হবে। এ নির্বাচনে কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব হোসেন নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনে তার প্রতীক মোটরসাইকেল। তিনি আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন সভাপতি আনন্দ মোহন ঘোষ হত্যা মামলার ১ নম্বর আসামি।
জানা গেছে, ২০১৫ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা চালানো হলে তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনন্দ মোহন ঘোষসহ অন্তত ১০ জন আহত হয়। সে সময় চিকিৎসাধীন অবস্থায় যশোর সদর হাসপাতালে মারা যান আনন্দ মোহন ঘোষ। মামলাটি চলমান রয়েছে। এরপরও ২০১৯ সালে দলের উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোলা ইউনিয়ন সভাপতি হিসেবে আয়ুব হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন বাদশার নাম ঘোষণা করেন। বাদশা এবার নৌকা প্রতীক পেয়েছেন। মনোয়ার হোসেন বাদশা আশা করছেন আয়ুব হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করবেন। এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব হোসেন জানান, নৌকা পাননি এজন্যে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে দলটির জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন সকলকেই দল থেকে বহিষ্কার করা হবে।