নির্দিষ্ট চশমাতেই দেখা যাবে আইফোনের লুকানো কনটেন্ট

    0

    ইশতিয়াক হাসান॥ বাইরে চলাফেরা করার সময় বাসে, ট্রেনে বা কোথাও বসে মোবাইল ব্যবহারের সময় খুব স্বাভাবিকভাবেই আশেপাশের লোকজনের নজর পড়ে। প্রকৃতপক্ষে এটা ঠেকানোর কোনও উপায় নেই। কিছু স্ক্রিন প্রোটেক্টর রয়েছে যেটা ব্যবহার করলে একটা নির্দিস্ট কৌণিক অবস্থান থেকেই দেখা যায়। কিন্তু সেটিও ঠিক মতো কাজ করে না। সম্প্রতি অ্যাপল একটি পেটেন্ট করেছে যেখানে দেখা যাচ্ছে ভবিষ্যতে অ্যাপল গ্লাসের সঙ্গে এমন প্রাইভেসি সিকিউরিটি ফিচার থাকবে যার মাধ্যমে আইফোনের কনটেন্ট শুধু ওই গ্লাসের ভেতর দিয়েই দেখা যাবে।
    সংবাদ মাধ্যম উবার গিজমো জানায়, পেটেন্ট অ্যাপ্লিকেশনে প্রাইভেসি আইওয়্যার নামে নতুন একটি মাত্রা যোগ হয়েছে। এখানে আইফোনের ডিসপ্লেতে ক্যালিবারেশন গ্রাফিকের মাধ্যমে ব্লার করা হবে। ব্যবহারকারী যদি চায় তাহলে তিনি এমন প্রাইভেসি ফিচার চালু করে নিতে পারবেন। তখ তিনি শুধু তার চশমা ছাড়া খালি চোখে ডিসপ্লের কনটেন্ট দেখতে পারবেন না। সংবাদ মাধ্যমটি জানায়, অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেট আগামী বছর বাজারে আসতে পারে। আর অ্যাপল গ্লাস আসবে আরও কয়েক বছর পরে।