বাগেরহাটে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে শনিবার নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেরিন টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সেমিনারে বিদেশ গমনেচ্ছুক বিভিন্ন শ্রমপেশার ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সেমিনারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী শামিম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বাগেরহাট সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী প্রমুখ।