শ্রীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিষ্ঠানগুেেলা হলো শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় ও কালিনগর মাধ্যমিক বিদ্যালয়। সকালে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন কবীর। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ফয়জুর রহমান লাভু। অনুষ্ঠানের মধ্যে ছিল ছাত্র-ছাত্রীদের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ডিসপ্লে প্রদর্শন। ক্রীড়ানুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।