মহেশপুরে নির্বাচনে হেরে হামলার শিকার নৌকার সমর্থকরা

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়ি-ঘর ভাঙচুর ও নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

শ্যামকুড়ে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থী আমানুল্লাহ। তিনি অভিযোগ করেন, নির্বাচনের রাতেই তার সমর্থক স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেব আলীর বাড়িতে হামলা করে তার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করা হয়। আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। হাসান ও মোবারেক হামলা করে উজ্জ্বল নামের এক সমর্থককে মারধর করেছে। নৌকার প্রার্থী আমানুল্লাহ জানান, শুক্রবার রাতেও হামলার প্রস্তুতি চলছিল। কিন্তু পুলিশ চলে আসায় পিছিয়ে যায় তারা। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেব আলী জানিয়েছেন, স্থানীয় মেম্বার প্রার্থী আসলামের নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়েছে। এদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামিরুল ইসলামের ইন্ধন রয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহেদ মেহবুব রঞ্জু জানান, শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে দুই জন বিদ্রোহী প্রার্থী হয়। হামলার বিষয়ে জানতে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।