খুলনায় এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২৮৫৫ জন

0

স্টাফ রিপোর্টার, খুলনা সারাদেশের মতো রবিবার খুলনায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার ৫৮টি কেন্দ্রে ২৬ হাজার ৬২০ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। খুলনায় এসএসসি পরীক্ষায় এবার দুটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবারের সাতটি বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর। স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসতে হবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় খুলনায় ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৫০৫ জন ও এসএসসি ভোকেশনালে ১৮টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এসএসসি পরীক্ষায় প্রথম দিনে পদার্থ ও দাখিল পরীক্ষায় কোরআন মজিদ ও তাজভিদ বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন বলেন, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।