খুলনায় নারী চেয়ারম্যান পদপ্রার্থী ছুরিকাহত

0

লোকসমাজ ডেস্ক॥ খুলনার ডুমুরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে এক নারী চেয়ারম্যান পদপ্রার্থীকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত হামলাকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোট চলাকালে খর্নিয়া বাজারের অদূরে এই ঘটনা ঘটে। আহত আফরোজা আক্তার মিতা ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মিতার স্বামী রবিউল আলম বলেন, ভোট চলাকালে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছিলেন মিতা। দুপুর ২টার দিকে খর্নিয়া বাজার পার হয়ে যাচ্ছিলেন। এই সময় বমির ভাব হওয়ায় তিনি [মিতা] গাড়ি থেকে নামেন। “সেখানে হঠাৎ মোটরসাইকেলে দুইজন লোক আসে এবং কিছু বুঝে ওঠার আগে তারা মিতাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর ছুরি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।” “স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।” রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি করেন রবিউল। খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজীত অধিকারী বলেন, “ষড়যন্ত্রকারীরা নৌকার প্রার্থীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে।” তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।