খুলনায় প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনায় প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর রাত ১টায় মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইমুম ইসলাম রাকিব (২৭) কে আটক করা হয়। আসামি আড়ংঘাটা থানার রায়েরমহল ব্যাংক কলোনী এলাকার মোঃ আঃ কুদ্দুস হাওলাদারের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, প্রবাসে থাকাকালীন পাঁচ জন ভুক্তভোগীকে কুয়েতে পাঠানোর উদ্দেশ্যে ২৭ লক্ষ ৭৩ হাজার টাকা গ্রহণ করলেও তাদের ভুয়া ভিসা, এয়ার টিকিটসহ অন্যান্য নথি প্রেরণ করে। ভুয়া কাগজপত্রের বিষয়টি ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট খোঁজখবর নিয়ে জানতে পারে। পরবর্তীতে কুয়েত প্রবাসী রাকিব দেশে ফিরে আসলে স্থানীয় ভাবে সালিশী বৈঠকে বসে। এসময় আসামি রাকিব টাকা গ্রহণের কথা স্বীকার করে এবং ভুক্তভোগীদের টাকা পরিশোধের তারিখসহ মোট ২৬ লক্ষ ৪৩ হাজার টাকার চেক প্রদান করে। এরপর ভুক্তভোগীরা টাকা তুলতে গেলে একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক থেকে চেক ডিসঅনার হয়। পরবর্তীতে ভুক্তভোগীরা প্রতারক রাকিবের কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগীরা খুলনা সদর থানায় রাকিবের বিরুদ্ধে প্রতারনার মামলা করে। মামলার প্রেক্ষিতে র‌্যাবের একটি অভিযানিক দল বৃহস্পতিবার ভোর রাত ১টায় মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে প্রতারনার দায়ে রাকিব কে আটক করে।