ব্যালট পেপার কেন্দ্রে সকালে প্রেরণের দাবি ঝিকরগাছার দুই স্বতন্ত্র প্রার্থীর

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের আশংকায় একদিন আগের পরিবর্তে ভোটের দিন সকালে কেন্দ্রে প্রেরণের দাবিতে দু’জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন। তারা হলেন, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদর উদ্দিন বিল্টু (চশমা প্রতীক) ও ৪নং গদখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহাজান আলী (চশমা প্রতীক)। উল্লেখিত আবেদন সুত্রে জানাগেছে, আবেদনকারীদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ব্যালট পেপার ছিনতাই করে ও নির্দ্দিষ্ট সময়ের পূর্বেই ব্যালট পেপারে সিল মেরে রাখতে পারে। সে কারনে সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহন ও নিরাপত্তার সার্থে ভোটের একদিন আগের পরিবর্তে ভোটের দিন সকালে (আগামী ১১ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণের দাবি জানিয়েছেন উল্লেখিত দুই প্রার্থী। এছাড়া ব্যালট পেপার সকালে কেন্দ্রের দাবিতে আজ যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করা হবে বলে গদখালী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহাজান আলীর ভাইপো মহামান্য হাইকোর্টের আইনজীবী এ্যাড. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন। এছাড়া উল্লেখিত আবেদন একই দাবিতে জেলা প্রশাসক যশোর, পুলিশ সুপার যশোর, জেলা রিটানিং অফিসার, জেলা নির্বাচন অফিসার, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা উপজেলা নির্বাচন অফিসার, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ও স্ব স্ব ইউনিয়ন পরিষদের রিটানিং অফিসারকে দেয়া হয়েছে বলেও জানান এ্যাড. আব্দুল্লা আল মামুন।