ফুলতলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান, সরিষা, গম, ভুট্টা ও সূর্যমুখী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দুপুরে ফুলতলা কৃষি ভবন মিলনায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন। কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুস সাকিব শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিত কুমার রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. শাহীন আলম, মহিলা বিষয়ক কমকর্তা ফারহানা ইয়াসমিন, কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা তাসমিনা হোসেন প্রমুখ।