পাকিস্তানের ‘অগ্নিপরীক্ষা’ শুরু হবে এখন থেকে: আমির

0

লোকসমাজ ডেস্ক॥ টুর্নামেন্টের প্রথম চার ম্যাচ জিতলেও গ্রুপ-২ এ এখন রানারআপ পাকিস্তান। আফগানিস্তানকে হারিয়ে রানরেটের ব্যবধানে শীর্ষে উঠে গেছে নিউজিল্যান্ড। আজ (৭ নভেম্বর, রোববার) শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কাগজে কলমে যাই হোক না কেন, স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে জয়ী ধরে নিয়ে অনেকের মতো মোহাম্মদ আমিরের চোখেও সেমিতে পাকিস্তানের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর সেমিফাইনালেই পাকিস্তানকে ‘আসল পরীক্ষার’ মুখোমুখি হতে হবে বলে মনে করছেন মোহাম্মদ আমির। ভারতের পর অস্ট্রেলিয়াকে পাকিস্তানের কঠিন প্রতিপক্ষ মানছেন আমির। পাকিস্তানি বাঁ-হাতি পেসারের বক্তব্য, ‘পাকিস্তানের আসল পরীক্ষা শুরু হবে এখন। অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। তারা (অস্ট্রেলিয়া) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬০ রান করেছে। যা উড়িয়ে দেওয়ার মতো নয়। তাদেরকে হারাতে হলে পাকিস্তানের সেরাটা দিতে হবে।’ নামিবিয়ার বিপক্ষে শুরুতে ধীরগতির ব্যাটিং করে পরে গিয়ার বদলেছিলেন পাকিস্তানি ব্যাটাররা। এ ব্যাপারে আমির বলেছেন, ‘তারা (অস্ট্রেলিয়া) এই সুযোগ জীবনেও দেবে না। শেষ চার ওভারে তাদের বিপক্ষে ৬০ রান করার চিন্তা করাটা বোকামি। তাই তাদের ওপর শুরু থেকেই চড়াও হতে হবে পাকিস্তানকে।’