মানুষের ভোটের অধিকার ফিরিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে

0

বাগেরহাট সংবাদদাতা॥ দেশের মানুষের মুক্তির জন্য ৭ নভেম্বর সিপাহী জনতা মেজর জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন। মেজর জিয়াউর রহমান দেশে গনতান্ত্রিক সরকার ফিরিয়ে এনেছিলেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় এসে আবারও দেশের মানুষের ভোটের অধিকার কেরে নিয়েছে। জাতীয় সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোথাও ভোট দিতে পারছে না সাধারণ মানুষ। সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাট পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বাগেরহাট শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম। বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,বাগেরেহাট জেলা বিএনপি নেতা মোঃ হাদীউজ্জামান হিরো, মেহেবুবুল হক কিশোর, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, বাগেরহাট জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল, বাগেরহাট জেলা শ্রমিক দলের সভাপতি সরদার আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানু ভুইয়া, আঃ জুয়েল, বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সুমন, বিএনপি নেতা এমডি আকবর আজাদ, ইভা আক্তার, হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, সরদার জসিম উদ্দিন, ওমর আলী মুন্না, বাপ্পী হোসেন বাবু, বাসারাত আলী কবির দিপু, শহিদুল ইসলাম সপন প্রমুখ।