গুণী শিক্ষক লিয়াকত আলী সংবর্ধিত

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ নিজভূমে সংবর্ধিত হয়েছেন গুণী শিক্ষক লিয়াকত আলী। যশোর সদর উপজেলার গোবরা গ্রামবাসীর আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মাননা হিসেবে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক লিয়াকত আলী। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে গোবরা ব্রিজঘাটে চিত্রা নদীর পাড়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। এ সময় গ্রিণ টাচ্ (আমেরিকা) এর প্রধান উপদেষ্টা দেওয়ান আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ, গোলাম মোস্তফা, রেজাউল ইসলাম, সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, দীলু পাটোয়ারী প্রমুখ। উল্লেখ্য, লিয়াকত আলী গ্রিণ টাচ্ (আমেরিকা) এর প্রতিষ্ঠাতা পরিচালক ও রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ। অবসর জীবনে এসে নিজ এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে চিত্রা নদীর ওপর একটি দৃষ্টিনন্দন অস্থায়ী ব্রিজ নির্মাণ করেছেন। যে কারণে এলাকাবাসীর প্রশংসায় এখন পঞ্চমুখ তিনি।