কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

0

বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে ১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ১৮তম বর্ষপূর্তি, বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয় দিবস ২০২১ উদ্্যাপন কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বিশ^বিদ্যালয় দিবস উদ্্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। উদ্বোধন ঘোষণা করে বক্তৃতা করেন প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি বলেন, ‘শিক্ষা ও গবেষণায় কুয়েটকে বিশ্বমানের স্থানে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বিশ^বিদ্যালয়ের সাথে সংযুক্ত সকলকে তার নিজ নিজ স্থান থেকে এই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সচেস্ট থাকতে হবে।’ বক্তৃতা শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি