পরমাণু অস্ত্রের ব্যবধান দ্রুত কমিয়ে আনছে চীন, শঙ্কা পেন্টাগনের

0

লোকসমাজ ডেস্ক॥ পূর্বধারণার চেয়েও দ্রুত পরমাণু অস্ত্রের বহর সমৃদ্ধ করছে চীন। এক বছর আগে তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা ২০০’র মতো থাকলেও ২০২৭ সাল নাগাদ তা ৭০০ এবং ২০৩০ সালের মধ্যে এক হাজার ছাড়িয়ে যেতে পারে। বুধবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পেন্টাগন। বছরখানেক আগে মার্কিন প্রশাসনের ধারণা ছিল, ২০৩০ সালের মধ্যে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা বড়জোর ৪০০’র মতো হতে পারে। কিন্তু নতুন প্রতিবেদনে এর সংখ্যা প্রায় আড়াইগুণ বাড়ানো হয়েছে। তারা বলছে, চীন দ্রুতই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের শক্তিব্যবধান কমিয়ে আনছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে ৩ হাজার ৭৫০টি পরমাণু অস্ত্র রয়েছে এবং এর সংখ্যা বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই তাদের। বরং দিন দিন এর সংখ্যা কমাচ্ছে মার্কিনিরা। ২০০৩ সালেও দেশটির হাতে প্রায় ১০ হাজার পরমাণু অস্ত্র ছিল। বিপরীতে চীন তাদের স্থল-নৌ-আকাশ ত্রিমুখী পারমাণবিক অস্ত্রের সম্ভার বাড়াতে বিপুল বিনিয়োগ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে এই পর্যালোচনা উঠে এসেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো চীনও ‘নিউক্লিয়ার ট্রায়াড’ (পারমাণবিক ত্রয়ী) তৈরি করছে, যার মাধ্যমে ভূমি, সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে সরাসরি পারমাণবিক অস্ত্র ছোড়া যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন সম্ভবত যুক্তরাষ্ট্রের মতো পারমাণবিক শক্তিধর কোনো প্রতিপক্ষের ওপর বিনাউসকানিতে হামলা চালানোর জন্য সক্ষমতা বাড়াচ্ছে না। বরং পারমাণবিক প্রতিশোধ নেওয়ার যোগ্যতা অর্জন করে প্রতিপক্ষের হুমকি থেকে নিজেদের রক্ষা করতে চায়।
সূত্র: আল জাজিরা