বাঘারপাড়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় পিতা-পুত্র আটক, জামিনে মুক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদর উদ্দিন মোল্লার ওপর হামলার মামলায় দুই আসামিকে গত মঙ্গলবার আটক করে পুলিশ। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হলে তারা জামিনে মুক্তি পান। আসামিরা হলেন, উপজেলার হুলিহট্ট গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন (৫৫) ও তার ছেলে শান্ত হোসেন (২৪)। মামলার তদন্ত কর্মকর্তা বাঘারপাড়া থানা পুলিশের এসআই সঞ্জয় কুমার দাস জানান, গত মঙ্গলবার রাতে হুলিহট্ট জামতলায় অভিযান চালিয়ে নাজমুল হোসেন ও শান্ত হোসেনকে আটক করা হয়। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক দুজনের আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের জামিন মঞ্জুর করেছেন। উল্লেখ্য,আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদর উদ্দিন মোল্লার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তার ভাই মন্নু মোল্লা ১৬ জনের নাম উল্লেখ করে গত মঙ্গলবার বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। আসামিরা হলেন, হুলিহট্ট গ্রামের জসিম, আব্দুর রশিদ, মাসুদ, শান্ত হোসেন, করিম, জাহাঙ্গীর ওরফে মোটা জাহাঙ্গীর, নুর ইসলাম, আক্তার হোসেন, সাহেব আলী, আল আমিন, উত্তর চাঁদপুর গ্রামের মমিন মেম্বার, বেতালপাড়া গ্রামের মনিরুল ওরফে কানা মনিরুল, আসাদ, হলদা গ্রামের শরিফুল, নরসিংহপুর গ্রামের ফুল মিয়া ও নাজিম। এছাড়া মামলায় অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়।