সড়ক কেডিএ’র হলেও দখল প্রভাবশালীদের!

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনার শিরোমনি শিল্প এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর বাণিজ্যিক প্লটে প্রবেশের একমাত্র রাস্তা দখল করে অবৈধ স্থাপনা তুলেছেন প্রভাবশালীরা। ফলে যাতায়াতের পথ হারিয়েছেন প্রতিষ্ঠানের মালিক ও স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে কেডিএ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী এস এম খালিদ হোসেন লিখিত অভিযোগে জানান, খুলনা-যশোর মহাসড়ক থেকে তার প্লটে যাওয়ার কেডিএ’র একটি মাত্র লিংক রোড। ১০০ ফুট ও ৪০ ফুট প্রস্থের সড়কটির ওপরে অবৈধ দখলদাররা দোকানপাট তুলেছেন। অনেকে রাস্তা ঘিরে নিয়েছেন। দখলদারদের কারণে তিনিসহ অন্যরা নিজের প্লটে যেতে পারছেন না।
সরেজমিনে দেখা গেছে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের শিরোমনি বাণিজ্যিক এলাকার পি-৬ (বি) নম্বর প্লটের সামনে যশোর-খুলনা মহাসড়কের সাথে একমাত্র লিংক রোডটির অর্ধেক অংশ দখলে নিয়ে দোকানপাট গড়ে তুলেছেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হাসান। আর বাকী অর্ধেক সড়ক নিজের বাণিজ্যিক প্লটের সাথে প্রাচীরের মধ্যে ঘিরে নিয়েছেন পার্শ্ববর্তী প্লট পি-৬ (এ) এর মালিক ওয়েফ জুটের পরিচালক মুহাম্মদ ইউনুস ও বৈশাখী মার্কেটের মালিক ইবাদত হোসেন। যাতায়াতের পথ হারিয়ে এস এম খালিদ হোসেন চরম বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা শেখ আবিদ হাসান দাবি করেন, ‘আমি কোন সড়ক দখল করিনি। আমার নাম কেউ ব্যবহার করছে কিনা তা আমার জানা নেই।’ ওয়েফ জুটের মালিক মুহম্মদ ইউনুস জানান, ‘আমি আমার অংশের রাস্তার বিকল্প তৈরি করেছি। তাই ওই রাস্তা আমার ভিতরে নিয়ে নিয়েছি।’ ইবাদত হোসেন বলেন, ‘আমার তৈরি করা ঘর আমি তুলে নিব।’ কেডিএ’র এস্টেট অফিসার শামীম জেহাদ বলেন, ‘শিরোমনি শিল্প এলাকার পি-৬ (বি) নম্বর প্লটের মালিক এস এম খালিদ হোসেনের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি আমলে নিয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’