কেশবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মসুর, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সার ও বীজ বিতরণ হয়। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বিতরণ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন ও ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১ হাজার ২৫০ জন কৃষককে এই বীজসহ সার দেওয়া হয়েছে।