টিকাদানে দ. এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ : মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ টিকাদানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ পিছিয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্য দেশগুলোর মধ্যে টিকাদানে সব চেয়ে পিছিয়ে আছে। এখন পর্যন্ত মাত্র ১/৮ ভাগ মানুষ টিকা পেয়েছেন। ৮০% মানুষকে টিকার আওতায় আনতে প্রায় ২৬ কোটি টিকার প্রয়োজন। আরো শতকরা ৮০ জন মানুষকে টিকা প্রদান করতে হবে। তিনি বলেন, অবিলম্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সারাদেশে সরকার সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিরোধীদলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান করে সরকার গণতন্ত্রের পরিবেশকে একেবারেই সংকুচিত করছে এবং বহুদলীয় গণতন্ত্রের সকল পথ বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নীল নকশা বাস্তাবায়নের চক্রান্ত করছে। অবিলম্বে এই সকল প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পথ সুগম করার আহ্বান জানান তিনি।