যশোরে কৃষকদলের মানববন্ধনে নেতৃবৃন্দ : ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তির একমাত্র উপায় রাজপথ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা কৃষকদলের মানববন্ধনে নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তির একমাত্র উপায় রাজপথ। রাজপথে তীব্র গণআন্দোলন ছাড়া এই সরকারের হাত মুক্তির বিকল্প নেই। তাই গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করতে হবে। গতকাল রোববার বিএনপি চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুলসহ রাজনৈতিক নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করার প্রতিবাদ অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ আরও বলেন, সরকার দেশটাকে আজ কারাগারে পরিণত করেছে। জনগণের যৌক্তিক দাবিতে কেউ রাজপথে কথা বললে তাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। সরকার দলীয় নেতাকর্মীরা জনগণের অর্থ লোপাট করে বিদেশে পাচার করছে। সেই লুটপাটের কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। জনগণের পক্ষে কেউ কিছু বললে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। জনগণকে যত কষ্টে রাখা যায়, তার সব আয়োজন সরকার সম্পন্ন করেছে। এ থেকে মুক্তির একমাত্র পথ জনাধিকারী সরকারকে হটিয়ে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠা করা। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম। জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা কৃষকদলের সহসভাপতি সিকদার সালাউদ্দিন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সাহাবুদ্দিন মুকুল, কামাল হোসেন, কৃষকদল নেতা মশিয়ার রহমান, তরিকুল ইসলাম, বেলাল হোসেন, নাজিম উদ্দিন, মিজানুর রহমান, সাখাওয়াত হোসেন, জয়নাল আবেদিন মন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইমরান সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।