বিদ্যুতের খুঁটির উপর ঝুলছিল ইন্টারনেট সংযোগকর্মীর লাশ

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ার কুমারখালী আলাউদ্দিন মোড়ে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেটের তার বাঁধতে উঠে বিদ্যুৎষ্পৃশ্যে ঘটনাস্থলেই মৃত্যু এক ইন্টারনেট সংযোগকর্মীর। মৃত্যুর পর খুঁটিতে ঝুলে থাকে সবুজ (৩০) নামের ওই কর্মীর মরদেহ। শনিবার সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন উপজেলার পশ্চিম লাহিনি পাড়ার গোসাই ডাঙ্গার জালাল উদ্দিনের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সবুজের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে সবুজ নিজ কর্মস্থলে যায়। সেখানে তার উপর পূর্ব থেকেই নির্ধারিত কাজ হিসেবে কেসি টিভি কর্তৃপক্ষ তাকে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট তার বাঁধার দায়িত্ব দেয়। সবুজ বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেটের তার বাঁধার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ হওয়ায় শরীরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই কোমরে বেল্ট বাঁধা অবস্থায় বিদ্যুতের খুঁটিতে সবুজের লাশ ঝুলতে থাকে। পরে স্থানীয়রে দেওয়া সংবাদ পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে লাশ উদ্ধার করে কুমারখালী থানা-পুলিশে সোপর্দ করে। পুলিশ সবুজের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন বলে নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) কামরুজ্জামান তালুকদার। তবে এ ঘটনার দায় কার জানতে চেয়ে কেসি টিভি কর্তৃপক্ষের মুঠোফোনে কল করলে কেউ কল রিসিভ করেননি। এ বিষয়ে পল¬ী বিদ্যুৎ কুমারখালী জোন অফিসে দায়িত্ব পালনকারী ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনছার উদ্দিন বলেন, যে কেউ বিনা অনুমতিতে বা অননুমোদিত বা প্রশিক্ষণবিহীন কোনো ব্যক্তি ইচ্ছামতো বিদ্যুতের খুঁটিতে উঠতে পারেন না। এটা বেআইনি। তিনি বলেন, শনিবার আলাউদ্দিন নগর মোড়ে সবুজ নামের এক নেট লাইনকর্মী কাউকে না জানিয়ে ১১ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনে কাজ করতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দায় তাকেই বা ওই কাজ যে কর্তৃপক্ষ করতে খুঁটিতে উঠিয়েছে তারাই দায়ী। তবে এটা বিদ্যুৎ আইনের স্পষ্ট লঙ্ঘন।