মহেশপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরের জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী গণসচেতনতামূলক এক সেমিনার মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান বি.এম সেলিম রেজা প্রমুখ।
প্রধান আলোচক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যারা মাদক অফার করে তারা কখনো বন্ধু হতে পারে না। তোমাদেরকে বন্ধু ও শত্রু চিনতে হবে।