চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ নারী আটক

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ চায়না খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ৬০ ভরি। পুলিশ সূত্র জানায়, গোপনে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম হরিহরনগর গ্রামের জেলেপাড়ার আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরও উপস্থিত ছিলেন। অভিযানকালে আব্দুল হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির শোবার ঘরে টেলিভিশনের নিচ থেকে ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। এই স্বর্ণের বৈধতা সম্পর্কে সঠিক কোন তথ্য জানাতে না পারার কারণে আটক করা হয় গৃহবধূ চায়না খাতুনকে। এলাকাবাসী জানান, আব্দুল হান্নান তার স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। তিনি নিজের জমিতে চাষাবাদ করে সংসার চালান। কীভাবে তার বাড়িতে অবৈধ স্বর্ণ পাওয়া গেল তা কেউ বুঝতেও পারছেন না। আব্দুল হান্নানের স্ত্রী আটক চায়না খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, তার স্বামী হান্নান চাষাবাদের পাশাপাশি স্বর্ণ পাচার করতেন। কিন্তু জব্দ করা স্বর্ণের মালিক তিনি নন। টাকার বিনিময়ে তিনি পাচার কাজে জড়িয়ে গিয়েছিলেন। সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস জানান, আটক গৃহবধূকে জিজ্ঞাসাবাদ শেষে অবৈধ স্বর্ণ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জীবননগর থানা পুলিশের ওসি আব্দুল খালেক জানান, অবৈধ স্বর্ণ রাখা ও পাচারের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জীবননগর থানায় আব্দুল হান্নান, তার স্ত্রী আটক চায়না খাতুন ও মেয়ে হাবিবা’র বিরুদ্ধে মামলা হয়েছে।