ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর লোকজনের হামলায় নৌকার ২ কর্মী আহত

0

স্টাফ রিপোর্টার ॥ নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষের লোকজনের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে। আহত দু’জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জন ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই গ্রামের সবাই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। আহতরা হচ্ছেন- নাটিমা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম খানের ছেলে মোমিন খান (৪০) ও আনোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইমরান হোসেন (৩৫)।
আহত মোমিন খান জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটিমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার দলীয় প্রতীক ‘নৌকা’ পেয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। অপরদিকে, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আরজু দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। মোমিন খান জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী আজাদুর রহমান আরজুর বাড়ি নাটিমা গ্রামে হওয়ার কারণে দলমত নির্বিশেষে সকলেই তার পক্ষ নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মোমিন খান ও ইমরান হোসেন দলীয় মনোনয়ন পাওয়া আবুল কাসেম মাস্টারের পক্ষে নির্বাচন করছেন। বুধবার সন্ধ্যায় তারা নাটিমা গ্রামের ঘোষপাড়ায় ‘নৌকা’ প্রতীকের নির্বাচনী পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে শতাধিক লোক এসে মমিন খান ও ইমরানের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে তারা আহত হন।