মনিরামপুরের মধুসূদন বিএফইউজের সহসভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরের সন্তান মধুসূদন মন্ডল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এর নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ২৩ অক্টোবর সারাদেশে ১০ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হয়। সভাপতি, সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষসহ মোট ৩৪ পদে ভোট হয়। নির্বাচনে সহসভাপতি পদে বিজয়ী হওয়ায় মধুসূদন মন্ডলকে মনিরামপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
জানা যায়, মধুসুদন মন্ডল মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রয়াত মদন মোহন মন্ডলের ছোট ছেলে। তিনি পাঁচবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৬ সালে যশোর এমএম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতায় অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করেন। পরে বিভিন্ন সময় ইংরেজি দৈনিক দি মর্নিংসান, বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস), ডেইলি ইনডিপেন্ডেন্ট, দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে বাসসের সিটি এডিটর ও পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের(পিআইবি) পরিচালনার বোর্ডের তিনবার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোটার্স অ্যাসোসিয়েনের সাবেক সভাপতি, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। তিনি মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্যও। এদিকে, মধুসূদন মন্ডল বিএফইউজের সহসভাপতি নির্বাচিত হওয়াই অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এছাড়াও অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।