বাঘারপাড়ায় রাজাকার পুত্র নৌকা প্রতীক পাওয়ায় যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে নৌকা প্রতীক পাওয়া বিল্লাল হোসেনকে রাজাকার পুত্র ও ভূমিদস্যু উল্লেখ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। অবিলম্বে তার নৌকা প্রতীক বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল রোববার প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাঘারপাড়া উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। এ সময়ে একজন রাজাকার পুত্রের হাতে নৌকা প্রতীক তুলে দেয়া মুক্তিযোদ্ধাদের অপমানের সামিল। সে শুধু রাজাকার পুত্র না, চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার হাতে নৌকা প্রতীক তুলে দেয়ায় রীতিমত সকলে হতবাক হয়েছে। অবিলম্বে নৌকা প্রতীকটি তার পরিবর্তে অন্য কাউকে দেয়ার জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী মুক্তিযোদ্ধা। আবু সালেহ, আব্দুল হাই, লাল মিয়া প্রমুখ।