পাইকগাছায় তিন কিলোমিটার রাস্তা বেহাল

0

জি.এম. মিজানুর রহমান, পাইকগাছা (খুলনা) ॥ পাইকগাছার মাহমুদকাটী মোড় হতে কাশিমনগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ উঠে বড় বড় খানা-খন্দে পরিণত হয়েছে। উপজেলার কপিলমুনি বাজারের উত্তরে কাশিমনগর, দক্ষিণে মাহমুদকাটী তিন রাস্তার মোড় পর্যন্ত যত্রতত্র খানা-খন্দ হওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। সড়ক ও জনপথ বিভাগের এই প্রধান সড়ক দিয়ে পাইকগাছা, কয়রাসহ পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা, আশাশুনির শ শ মানুষ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দক্ষিণ জনপদের মানুষ দেশের বিভিন্ন প্রান্তে এ এলাকা থেকে যাতায়াত ও বিভিন্ন প্রকার পণ্য আনা-নেওয়া করে। বিশেষ করে সাদা সোনা খ্যাত বাগদা, কালো সোনা খ্যাত কাঁকড়া, ছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া করতে প্রতিদিন শতাধিক ট্রাক, পরিবহন, মিনিবাস, ইজিবাইক, থ্রি-হুইালার যান এ সড়কে চলাচল করে থাকে। কয়েক বছর আগে এ সড়কটিতে পিচ দিয়ে সংস্কার করা হয়। এরই মধ্যে আবারো সড়কটি বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে কাঁদা পানি জমাট বেঁধে থাকে। এ কারণে যখন তখন যানবাহন উল্টে পড়ছে, ঘটছে নানা দুর্ঘটনা। কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার জানান, পিচের রাস্তায় ইটের সলিং বসিয়েও কোনো কাজ হচ্ছে না। এলাকাবাসী প্রধান সড়কটি সংস্কারের জন্য সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।