পাইকগাছার শ্রীকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি এ অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, উপজেলার শ্রীকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী দাস। তিনি দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থাকায় নানা অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু কর্ণার কক্ষকে স্টোর কক্ষ হিসেবে ব্যবহার করছেন। বঙ্গবন্ধুর ও তার পরিবারের স্বজনদের ছবি গুলো এলোমেলো ও নোংরা পরিবেশে আসবাবপত্র দিয়ে ঢেকে রেখেছেন। জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালনে বরাদ্দের টাকা,ও অন্যান্য সরকারী বরাদ্দের টাকা কমিটির লোকদের না জানিয়ে ইচ্ছা মত খরচ করেন। কমিটির লোকজন জানতে চাইলে তাদের সাথে অসৌজন্যমূলক মুলক আচারণ করে বলে পিটিএ কমিটির সভাপতি মোঃ হারিছ হোসাইন জানান। প্রধান শিক্ষক জয়া রানী দাশ জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। এছাড়া বিদ্যালয়ে জায়গা স্বল্পতার কারনে ছবিগুলো ওভাবে রাখা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়ার জন্য শিক্ষা অফিসারকে বলা হয়েছে।