শরণখোলায় বর্ষণের পর দুর্ভোগ বেড়েছে মানুষের

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় টানা তিনদিনের বর্ষণের পর দুর্ভোগ বেড়েছে রায়েন্দা বাজার ও তদসংলগ্ন এলাকার তিন শতাধিক পরিবারের। বেড়িবাঁধের মধ্যে থাকা এসব পরিবারের মানুষের ঘরে এখনও বৃষ্টির পানি জমে আছে। বেড়িবাঁধ থেকে পানি অপসারণের কোন ব্যবস্থা না থাকায় প্রতিবার ভারী বর্ষণে তারা পানিবন্দি হয়ে পড়ে। অনেক পরিবারের রান্নাঘরে পানি উঠায় রান্না-বান্না বন্ধ রয়েছে। ঘরের আঙ্গিনায় হাঁটু সমান পানি। বিশেষ করে নারী ও শিশুদের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। ভুক্তভোগী মানুষজন এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন।
এদিকে ভারী বর্ষণ কমে যাওয়ায় শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে আটকে থাকা পানি স্লুইসগেট থেকে নামতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা। তবে বৃষ্টির পানিতে ইতোমধ্যে ভেসে গেছে চার শতাধিক পুকুর ও ঘেরের মাছ। সবজির ক্ষেত নষ্ট হয়েছে প্রায় ১০ হেক্টর জমির। এখনো পুরো ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করতে পারেনি কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত দুই মাসের ব্যবধানে দু’বার ভারী বর্ষণে সবজি, পান ও মাছ চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।