স্যামসাং ফটো এডিটর অ্যাপের আপডেট এলো

    0

    লোকসমাজ ডেস্ক॥ স্যামসাং প্রি-ইনস্টল ফটো এডিটর অ্যাপ অবশেষে আপডেট পেল। অ্যানড্রয়েড ১০ কিংবা এর পরবর্তী সংস্করণগুলোতে এটি খুব স্বাচ্ছন্দেই চলবে। এই অ্যাপটির সর্বশেষ সংস্করণ হচ্ছে ২.৯.২৬.৩৭ আর এর প্যাকেজ সাইজ ৪২.৩৮ মেগাবাইট।
    ইমেজ দেখা ও ব্যবস্থাপনার পাশাপাশি এই অ্যাপ দিয়ে সহজে ছবি সম্পাদনার জন্য বেশ কিছু ফাংশন বা টুল দেওয়া আছে। এগুলোর সাহায্যে ছবিতে মনমতো ইফেক্ট দেয়া, কালার এডজাস্ট করা, রোটেট, ক্রপ, রিসাইজ ও আঁকাআঁকি করা যাবে। স্যামসাংয়ের নিজস্ব অ্যাপ প্লাটফর্ম গ্যালাক্সি স্টোর থেকে এটি আপডেট করা যাবে।
    এদিকে, স্যামসাং অ্যানড্রয়েড ১২-এর ওপর ভিত্তি করে নিজস্ব ইউজার ইন্টারফেস ওয়ান ইউআই ৪-এর বেটা সংস্করণের কাজ চালিয়ে যাচ্ছে। এটি গ্যালাক্সি এস২১ ছাড়াও ভবিষ্যতে গ্যালাক্সি সিরিজের বেশ কিছু মডেলের স্মার্টফোনে যুক্ত হবে।
    ধারনা করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যে কিংবা সপ্তাহখানেকের মধ্যে ওয়ান ইউআই ৪ অবমুক্ত হবে।